গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠানের বাড়িতে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি টিনসেড কলোনির প্রায় ১০০টি রুম পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। তীব্রতা বৃদ্ধির কারণে মুহূর্তের মধ্যে আশেপাশের রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে তীব্রতা বেড়ে যাওয়ায় তারা ব্যর্থ হন।
এরপর কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করে।
বাড়ির মালিক রুমেল পাঠান জানিয়েছেন, কলোনির সব রুম পুড়ে ছাই হয়ে গেছে এবং কোনো জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
পোশাক শ্রমিক শাহ আলম বলেন, অফিস থেকে শুনে বাসায় আসি, দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি।
ভাড়াটিয়া রহিমা বেগম বলেন, কয়েকদিন আগে পাওয়া বেতনসহ সমস্ত টাকা রুমে ছিল, সবই শেষ হয়ে গেল।
স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা বলেন, আমরা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র আগুনে ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের সঙ্গে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।