চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) এসব তথ্য জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়া–বোয়ালখালী সড়কের মনসারটেক বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পটিয়া থানার এসআই মো. আব্দুল বাতেনের নেতৃত্বে এ অভিযান চালায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মো. হাসান ওরফে এনামুল হক ওরফে এনাম (২৭), মো. সোহেল (২৪), নুরুল হক ওরফে আকাশ (২৫), মো. তারেক হোসেন ওরফে সুমন (২৫), মো. হাসান (২৪), সাইফুর রহমান (২৬) এবং মো. হেলাল (২৭)।
ওসি মো. নুরুজ্জামান বলেন, এ চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষিণ চট্টগ্রামে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। আটককৃতদের কাছ থেকে একটি কালো রঙের ও একটি লাল রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।