রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে হত্যার পর এক অটোরিকশাচালককে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্লবীর ১২ নম্বর সেকশনের সি-ব্লকে ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আহত অটোরিকচালকের নাম মো. আরিফ (১৮)। তার বাসা পল্লবী সি- ব্লক এলাকায়। তার বাবার নাম সবুজ।
জানা যায়, হেলমেট পরা দুই যুবক তার কোমরের ওপরে গুলি করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত পৌঁনে ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি এ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আরিফ বলেন, ‘দুই যুবক হেলমেট পরা অবস্থায় দৌড়ে আমার রিকশায় চড়েন। পরে আমার কোমরে পিস্তল ঠেকিয়ে চালাতে বলেন। দেরি হওয়ায় তারা আমাকে গুলি করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সোমবার রাত ৬টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত পল্লবীর ১২ নম্বর সেকশনে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ঢুকে গোলাম কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে। এ সময় ধাওয়া দিয়ে একজন দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।