বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলার আসামি নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে তোলা হবে। আজ রাতে (রোববার) নিরাপত্তার স্বার্থে তাকে রাখা ডিবি কার্যালয়ে হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম রোববার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নুসরাত ফারিয়ার নামে এই (ভাটারা) থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল (সোমবার) সকালে আদালতে তোলা হবে।
রিমান্ড চাওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আইনগত বিষয়। তদন্তের স্বার্থে এই বিষয়ে এখন কিছু বলতে চাই না। তবে, ভাটারা থানার একটি সূত্র জানিয়েছে, নুসরাত ফারিয়াকে রিমান্ডে নেয়ার আবেদন করবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড আবেদন প্রস্তুত করা হচ্ছে। তবে, কয়দিনের রিমান্ড আবেদন করা হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এরআগে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার। কিন্তু ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। পরে ভাটারা থানা পুলিশ বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে নিয়ে যায়।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, ভাটারা থানা থেকে নুসরাত ফারিয়াকে ডিবি কার্যালয়ে আনা হয় শুধু হাজতখানায় রাখার জন্য। নিরাপত্তার কথা চিন্তা করে সিনিয়র স্যাররা (কর্মকর্তা) এ সিদ্ধান্ত নেন। আমরা নুসরাত ফারিয়াকে কোনো জিজ্ঞাসাবাদ করিনি। তাকে গ্রেফতার দেখানো এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে ভাটারা থানা পুলিশ জানাতে পারবে।
প্রসঙ্গত, শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করছেন। এই সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফারিয়া।